ঢাকায় এসে অজ্ঞানপার্টির খপ্পরে শরীয়তপুরের ইউপি সদস্য

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৯ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২২

শরীয়তপুর জেলার নড়িয়া থানার একটি ইউনিয়ন পরিষদের সদস্য মো. আরিফ মাতুব্বর (৩৫) ঢাকায় এসে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন। দুর্বৃত্তরা তার কাছে থাকা টাকা ও মোবাইল নিয়ে গেছে।

রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে পাকস্থলী ওয়াশ করে ভর্তি রাখা হয়েছে।

অচেতন ব্যক্তির ভাতিজা মো. দিল চান জানান, আমরা তিনজন গুলিস্তান থেকে বাসে করে আশুলিয়া যাচ্ছিলাম। গাড়ির মধ্যে অজ্ঞানপার্টির সদস্যরা আমার চাচাকে রুমাল শুকিয়ে ও কিছু খাইয়ে অচেতন করে। তার কাছে থাকা ৩০ হাজার টাকা ও একটি স্মার্টফোন নিয়ে যায়। পরে অচেতন অবস্থায় চাচাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।

তিনি আরও জানান ,আমাদের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া থানায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আশুলিয়া ও আব্দুল্লাহপুরের মধ্যবর্তী এলাকায় বাসে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন একজন ইউপি মেম্বার। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে পাকস্থলী ওয়াশ দিয়ে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।

কাজী আল আমীন/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।