আওয়ামী লীগ নেতাকে মারধর, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান বদরুউদ্দিন মোহাম্মদ জসীমকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। স্থানীয় আওয়ামী লীগের সাবেক সভাপতি জিতেন কান্তি গুহকে গাছের সঙ্গে বেঁধে মারধরের ঘটনায় করা মামলায় আদালত অভিযোগপত্র আমলে নেওয়ায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে মন্ত্রণালয়।
রোববার (১১ সেপ্টেম্বর) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার উপসচিব এ কে এম মিজানুর রহমানের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার ১২ নম্বর হাইদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুদ্দিন মোহাম্মদ জসীম একটি মামলায় গ্রেফতার হয়ে জেল হাজতে আছেন। আদালত মামলার অভিযোগপত্র আমলে নেওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪ (১) ধারা অনুযায়ী চট্টগ্রামের জেলা প্রশাসক ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করেছেন।
চেয়ারম্যান জসীমের দ্বারা সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী তাকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।
গত ২৯ এপ্রিল বিকেলে ইফতার মাহফিলের ব্যানারে চেয়ারম্যানের নাম না থাকা নিয়ে বাগবিতণ্ডার জেরে হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জিতেন কান্তি গুহকে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। এ ঘটনায় আহত জিতেন কান্তির ভাই তাপস বাদী হয়ে পটিয়া থানায় মামলা করেন। পরে ছেলে মুসফিক উদ্দিন ওয়াসিকেবসহ ইউনিয়নের চেয়ারম্যান বদরুউদ্দিন মোহাম্মদ জসীমকে গ্রেফতার করে পুলিশ।
ইকবাল হোসেন/আরএডি