সুশীল কৈরালা আর নেই


প্রকাশিত: ০২:৪২ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৬

নেপালের সাবেক প্রধানমন্ত্রী সুশীল কৈরালা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। স্থানীয় সময় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। খবর কাঠমান্ডু পোস্ট।

সুশীল কৈরালা দীর্ঘদিন ধরে নিউমোনিয়া রোগে ভুগছিলেন। এছাড়া তিনি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি) রোগেও ভুগছিলেন।

২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি নেপালের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন কৈরালা। গত বছরের নেপালে নতুন সংবিধান প্রণয়নে সুশীলের অনেক অবদান রয়েছে।

উল্লেখ্য, কৈরালা ভারতের বানারাসে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ১৯৫৪ সালে রাজনীতিতে পদার্পণ করেন। কিন্তু ১৯৬০ সালে নেপালে রাজতন্ত্র কায়েম হলে দীর্ঘ ১৬ বছর ভারতে নির্বাসিত জীবন কাটান । ১৯৭৩ সালে বিমান ছিনতাইয়ের অভিযোগে কৈরালা ভারতের কারাগারেও ৩ বছর কাটান।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।