সাভারে বকেয়া বেতনের দাবিতে পোশাক কারখানায় বিক্ষোভ


প্রকাশিত: ১১:৩৭ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৬

বকেয়া বেতনের দাবিতে সাভার শিল্পাঞ্চলের একটি পোশাক কারখানায় বিক্ষোভ করেছেন শ্রমিকরা। মঙ্গলবার দুপুরে সাভারের কলমা এলাকার রিজভী ফ্যাশন লিমিটেডে বিক্ষোভ করে শ্রমিকরা। বিক্ষোভ করার অভিযোগে মালিক পক্ষের পিটুনিতে রকি নামের এক শ্রমিক গুরুতর আহত হয়েছে বলে অভিযোগ করেছেন শ্রমিকরা।

শ্রমিকরা জানান, রিজভী ফ্যাশনের দেড় হাজার শ্রমিকের জানুয়ারি মাসের বেতন দেয়ার কথা ছিলো গত ৭ ফেব্রুয়ারি। কিন্তু মালিক পক্ষ বিভিন্ন অজুহাতে ৭ তারিখে বেতন পরিশোধ করেনি।

মঙ্গলবার সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে বেতনের দাবিতে কর্মবিরতি পালন শুরু করে। দুপুরের দিকে শ্রমিকরা কারখানার ভিতরে বিক্ষোভ মিছিল শুরু করে। এসময় মিছিল করার অভিযোগে রকি নামের এক শ্রমিককে পিটিয়ে আহত করে মালিক পক্ষের লোকজন। এতে ক্ষিপ্ত হয়ে শ্রমিকরা কারখানার ভেতরে ভাঙচুর চালায়।

পরিস্থিতি সামাল দিতে আজকের জন্য কারখানাটি বন্ধ ঘোষণ করে মালিকপক্ষ।

অন্যদিকে, বাৎসরিক বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আশুলিয়ার ডিইপিজেডের রেড পয়েন্ট জ্যাকেক লিমিটেডের  শ্রমিকরাও কারখানার ভেতরে প্রবেশ করে কর্মবিরতি পালন করেছেন।

অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা দুটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আল-আমিন/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।