রাজশাহী জেলা পরিষদ অডিটোরিয়ামের নতুন নামকরণ


প্রকাশিত: ১২:৫৮ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৬

রাজশাহী জেলা পরিষদ অডিটোরিয়ামের নাম পরিবর্তন করে শহীদ এএইচএম কামারুজ্জামান অডিটোরিয়াম নামকরণ করা হয়েছে। অডিটোরিয়ামের সংস্কার ও আধুনিকায়নের কাজ করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।

মঙ্গলবার দুপুরে শহীদ এএইচএম কামারুজ্জামানের ছেলে ও রাসিকের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে অডিটোরিয়ামের নামফলক উন্মোচন করেছেন।  

আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, আমার বাবা শহীদ এএইচ কামারুজ্জামান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। রাজশাহী তথা দেশের জন্য কাজ করে গেছেন।

তিনি আরো বলেন, আমি মানুষের কল্যাণে রাজশাহীর উন্নয়নে কাজ করছি। রাজশাহীতে কর্মসংস্থান সৃষ্টিতে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষে শিল্প উদ্যোক্তাদের উৎসাহিত করেছি। দায়িত্ব থাকাকালে রাজশাহীর উন্নয়নে বহু প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন শুরু করি যার অনেকগুলি সম্পন্ন হয়েছে। অসম্পন্ন কাজগুলি সম্পন্ন করতে এখনো সহযোগিতা করে চলেছি। জেলা পরিষদ অডিটোরিয়ামের দুরাবস্থা দেখে প্রতিষ্ঠানটির মালিকানার দিকে না তাকিয়ে জনস্বার্থে এর আধুনিকায়নের প্রকল্প গ্রহণ করি যা আজ উদ্বোধন করা হচ্ছে।

রাজশাহী সিটি কর্পোরেশনের নগর অবকাঠামো নির্মাণ ও সংরক্ষণ স্থায়ী কমিটির সভাপতি ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

অনুষ্ঠানে অন্যান্যদের সঙ্গে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মজিবর রহমান, রাজশাহী সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব সৈয়দা জেবিন নিছা সুলতানা। এসময় রাসিকের কাউন্সিলর, কর্মকর্তা, সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অডিটোরিয়ামটি আধুনিকায়নে ব্যয় হয়েছে ৪ কেটি ৬৯ লাখ টাকা। এর মধ্যে অবকাঠামো উন্নয়নে ৩ কোটি ২৩ লাখ, আধুনিক সিট স্থাপনে ৫৩ লাখ ও আধুনিক বৈদ্যুতিক ও সাউন্ডসিস্টেমে  ৯৩ লাখ টাকা ব্যয় হয়েছে।

শাহরিয়ার অনতু/এফএ/এমএএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।