ছাত্রলীগ নেতা মিলন হত্যাসহ ১৩ মামলার আসামি গ্রেফতার

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে নুরুজ্জামান বাবু (৩০) নামের ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৩। বাবুর বিরুদ্ধে ছাত্রলীগ নেতা মিলন হোসেন হত্যাসহ ১৩টি মামলা রয়েছে। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
রোববার (২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার ফারজানা হক।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে অস্ত্র, মাদক ও মারামারিসহ ১৩ টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি নুরুজ্জামান বাবুকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতার বাবু যশোরের ঝিকরগাছা থানার কৃষ্ণনগর গ্রামের মো. শহীদুলের ছেলে।
এতে আরও বলা হয়, ২০১৭ সালের ১৬ ডিসেম্বর ছাত্রলীগ নেতা মিলন হোসেনকে নুরুজ্জামান বাবু ও তার সহযোগীরা কুপিয়ে হত্যা করেন। ওই মামলায় বাবু গ্রেফতার হয়ে জামিনে মুক্ত হয়ে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে তিনটি অস্ত্র মামলা, হত্যা, মারামারি ও মাদক মামলাসহ মোট ১৩টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার বাবু তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র্যাব।
আরএসএম/কেএসআর/এমএস