বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ


প্রকাশিত: ০২:১০ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৬

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৫মিনিটে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা এ ককটেল নিক্ষেপ করেছে তা এখনো জানা যায়নি।

এসময় একটি ককটেল বিস্ফোরিত হলেও আরেকটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ছাত্রদলের কমিটি ঘোষণার পর গত দুইদিন ধরে সংগঠনটির বিক্ষুব্ধ নেতাকর্মীদের বিক্ষোভকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও কার্যালয়ের আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এমএম/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।