এসএইউর বোর্ড অব গভর্নেন্সের অষ্টম সভা অনুষ্ঠিত
সাউথ এশিয়ান ইউনিভার্সিটির (এসএইউ) বোর্ড অব গর্ভনেন্সের অষ্টম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মালদ্বীপের রাজধানী মালের প্যারাডাইস আইল্যান্ড রিসোর্টে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালদ্বীপের ডেপুটি মিনিস্টার অব এডুকেশন আজলীম আহমেদের সভাপতিত্বে সভায় সার্কভুক্ত সকল দেশসমূহের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান ও সার্ক অ্যান্ড বিআইএমএসটিইসি মহাপরিচালক এসএম আনিসুল হক।
সভায় সাউথ এশিয়ান ইউনিভার্সিটিকে সার্ক অঞ্চলে কিভাবে শিক্ষাক্ষেত্রে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তোলা যায় সে বিষয়ে আলোচনা হয়। সভায় প্রস্তাব করা হয়, সাউথ এশিয়ান ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন নয়াদিল্লীতে ২০১৬ সালের মে মাসে অনুষ্ঠিত হবে, যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হবে।
সাউথ এশিয়ান ইউনিভার্সিটি ইনকামবেন্ট ভাইস-প্রেসিডেন্ট (ভাইস-চ্যান্সেলর) ড. কবিতা এ শরমার মেয়াদ ২০১৯ সালের ৬ মার্চ পর্যন্ত বৃদ্ধি করার প্রস্তাব করা হয় এবং আরও দুইজন ভাইস-প্রেসিডেন্ট নিয়োগ দেয়ার সিদ্ধান্ত হয়েছে। ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের চেয়ারম্যান, ড. পররসাহার প্রসাদ কইরালাকে পরবর্তী এক বছরের জন্য সাউথ এশিয়ান ইউনিভার্সিটির বোর্ড অব গভরনর্সের প্রেসিডেন্ট নিয়োগের প্রস্তাব করা হয়েছে। চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে তিন বছরের জন্য অর্থ কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।
সভায় সাউথ এশিয়ান ইউনিভাসির্টির মালিকানা সার্কভুক্ত দেশসমূহ। সার্কভুক্ত সকল দেশসমূহে আঞ্চলিক ক্যাম্পাস প্রতিষ্ঠার বিধান রেখে সাউথ এশিয়ান ইউনিভাসির্টির প্রধান ক্যাম্পাস নয়াদিল্লীতে অবস্থিত।
এনএম/এসকেডি/আরআইপি