ফুটওভার ব্রিজ ব্যবহারে ট্র্যাফিক পুলিশের মাইকিং


প্রকাশিত: ০৯:১২ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬

ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার বন্ধে সড়কে মাইকিং শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন ট্র্যাফিক পুলিশের উত্তর বিভাগ। বুধবার রাজধানীর বনানীতে এ চিত্র দেখা গেছে। মাইকে পথচারীদের ফুটওভার ব্রিজ ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে।

এ বিষয়ে ট্রাফিক উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) প্রবীর কুমার রায় বলেন, পথচারীগণ গাড়ি চলাচলের সময় ফুটওভার ব্রিজ দিয়ে রাস্তা পারাপার হলে যানজট কিছুটা কমে আসবে।

trafik-making
তেজগাঁও শিল্পাঞ্চল ট্রাফিক জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আবু ইউছুফ বলেন, যত্রতত্র রাস্তা পারাপার যানজটের অন্যতম কারণ। এতে গাড়ির গতি কমে যায় এবং নানা ধরণের দুর্ঘটনা ঘটে। জীবনের ঝুঁকি নিয়ে যারা রাস্তা পারাপার হন তাদেরকে ফুটওভার ব্রিজ ব্যবহারে বাধ্য করতেই এ প্রয়াস।

প্রাথমিকভাবে বনানীতে এ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে ট্রাফিক উত্তর বিভাগের সকল জোনের ব্যস্ততম এলাকায় মাইকের ব্যবহার সম্প্রসারণ করা হবে বলেও জানান আবু ইউছুফ।

trafik-maiking
মাইকের ব্যবহারের ফলাফল সম্পর্কে গুলশান ট্রাফিক জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) নুসরাত জাহান মুক্তা জানান, মাইকে প্রচারের পাশাপাশি ট্রাফিক পুলিশ কাজ করেছে। পথচারীগণ ধীরে ধীরে ফুটওভার ব্রিজ ব্যবহার বাড়াচ্ছেন। ভালো ফলাফল পেতে আরো কিছুদিন সময় লাগবে।

এআর/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।