নালিতাবাড়িতে উন্নয়ন কর্মকাণ্ডের ঝুঁকি নিরূপণ কর্মশালা


প্রকাশিত: ০৯:৪২ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ঝুঁকি নিরূপণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নালিতাবাড়ী এডিপির আয়োজনে নিজস্ব কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় দলীয় আলোচনার মাধ্যমে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ঝুঁকি নিরূপণ করা এবং তা হ্রাস করার সম্ভাব্য উপায় ও কৌশল নির্ধারণ নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় উপজেলায় কর্মরত সরকার বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের মেম্বার, বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্কুল ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ, সমবায় সমিতির নেতৃবৃন্দ, সমাজ ভিত্তিক দুর্যোগ কমিটির নেতৃবৃন্দ, শিশু ফোরামের নেতৃবৃন্দ, স্পন্সরশীপ ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ এবং কমিউনিটি ক্লিনিকের কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

উত্তম মন্ডলের উপস্থাপনায় এডিপি ম্যানেজার অগাস্টিন অমল ডি’ রোজারিও স্বাগত বক্তব্য ও কর্মশালার উদ্দেশ্য সম্পর্কে তুলে ধরেন। কর্মশালাটি পরিচালনা করেন মনিটরিং ও ইভালুয়েশন অফিসার তপন কুমার সাহা ও মানিক রঞ্জন ভৌমিক।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।