মুক্তিযুদ্ধে বিজিবির অবদান নিয়ে বই


প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬

মহান মুক্তিযুদ্ধে ইপিআরের (বর্তমান বিজিবি) অবদানের খণ্ডচিত্র নিয়ে একটি বই প্রকাশ করা হয়েছে। বুধবার বিজিবি সদর দফতরে এই বইটির মোড়ক উন্মোচন করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।
 
বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা।
 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুক্তিযুদ্ধে ইপিআর (বর্তমান বিজিবি) বইটিতে মহান মুক্তিযুদ্ধের সফল সামরিক অভিযান ও যুদ্ধের অসম সাহসিকতাপূর্ণ শৌর্য-বীর্যে পরিপূর্ণ বর্ডার গার্ড বাংলাদেশ এর কালজয়ী ইতিহাসের ক্ষুদ্রাংশ তুলে ধরা হয়েছে। মুক্তিযুদ্ধে বিজিবি`র অবদানকে স্মরণ করিয়ে দেবে বইটি।
 
অমর একুশে গ্রন্থমেলায় আপন প্রকাশ (স্টল নং- ২৭৬) এবং পিয়াল প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন্সে (স্টল নং- ৪৩২) বইটি পাওয়া যাচ্ছে। বইটির পরিবেশক জাতীয় গ্রন্থকেন্দ্র, ঢাকা।

এআর/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।