বেনাপোল চেকপোস্টে ধূমপান করলেই জরিমানা


প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ও কাস্টমস তল্লাশি কেন্দ্রসহ নোম্যান্সল্যান্ড এলাকায় ধূমপানমুক্ত করার চেষ্টা চালাচ্ছেন চেকপোস্ট কাস্টমসের রাজস্ব অফিসার সরনিকা চাকমা। অফিসের চেয়ারে বসে সময় ব্যয় করার চেয়ে ধূমপানমুক্ত রাখার জন্য নিজেই তদারকি করছেন। ইতোমধ্যে তিনি কয়েকজন ধূমপায়ীকে জরিমানা ও সতর্ক করে দিয়েছেন।

সূত্র জানায়, কাস্টমস রাজস্ব অফিসার সরনিকা চাকমা বিশেষ করে চেকপোস্টের নোম্যান্সল্যান্ড এলাকা যাতে কলুষিত না হয় তা নিজে দেখার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং এলাকায় পাসপোর্টযাত্রী, লেবার, আইন প্রয়োগকারী সংস্থার লোকজন, বাংলাদেশ এবং ভারতীয় ট্রাক চালকরা যাতে ধূমপান না করে সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখছেন।

যদি এ এলাকার মধ্যে কেউ ধূমপান করেন তিনি সঙ্গে সঙ্গে ৫০ থেকে একশ টাকা জরিমানা করেন এবং পুনরায় এখানে যাতে ধূমপান কেউ না করে সে ব্যাপারে ধূমপায়ীকে শতশত লোকের সামনে অঙ্গীকারাবদ্ধ করিয়ে থাকেন।

তিনি ধূমপায়ীদের জরিমানা করে টাকা নিজে নেন না। সঙ্গে সঙ্গে তিনি বাংলাদেশি লোককে জরিমানা করলে বাংলাদেশি গরিব লেবারদের জরিমানার ওই টাকা দিয়ে দেন এবং ভারতীয় লোকদের জরিমানা করলে ভারতের লেবারদের জরিমানার টাকা দিয়ে দেন। বাংলাদেশের মধ্যে ভারতীয় ধূমপায়ী এক ট্রাক চালককে ৫০ টাকা জরিমানা করেন।

মঙ্গলবার দুপুরে লেবারদের না পেয়ে ট্রাক ড্রাইভারকে টাকা ফেরত দিয়ে সতর্ক করে দেন পুনরায় যেন রাস্তায় দাঁড়িয়ে সিগারেট পান না করেন।

এ ব্যাপারে কাস্টমসের রাজস্ব অফিসার সরনিকা চাকমা জানান, এলাকার পরিবেশ সুন্দর করতে তিনি এ ব্যবস্থা হাতে নিয়েছেন। এই চেকপোস্টের সঙ্গে দেশের সম্মান জড়িত। অনেক মায়েরা, শিশু ও রোগীরা এ পথে যাতায়াত করে থাকেন। সিগারেটের ধোয়ায় তাদের শারীরিক ক্ষতির আশঙ্কা থাকে। এ কারণে চেকপোস্ট এলাকায় কাস্টমস সিপাইদের পাশাপাশি আমি নিজে তদারকি করে থাকি। এর ফলে এলাকার পরিবেশ দিন দিন ভালো হচ্ছে।

জামাল হোসেন/এমএএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।