শমসের আলম চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক


প্রকাশিত: ০৭:০৯ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী এবং কক্সবাজার জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা শমসের আলম চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে তার অমূল্য অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শের এক বিশ্বস্ত সৈনিককে হারালো এবং কক্সবাজারের জনগণ একজন অভিভাবককে হারালো।

শেখ হাসিনা মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, বুধবার ভোরে চট্টগ্রামস্থ সার্জিস্কোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শমসের আলম চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি ছয় ছেলে এবং তিন মেয়ের জনক।

১৯২০ সালে উখিয়ার উপজেলার রত্নাপালং ইউনিয়নের মাতাব্বর পাড়ার সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শমশের আলম চৌধুরী।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।