একজন দাউদ হোসেন ও তার ঘুরে দাঁড়ানো
ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের বড়বাড়ি গ্রামের মৃত. খোকন হোসেন মন্ডলের ছেলে দাউদ হোসেন। চাষের জন্য নিজের জমি না থাকলেও অন্যের জমিতে দিন মজুরির কাজ করে ভালোই সংসার চলছিল। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। দীর্ঘদিন অসুস্থ থাকার পর উপায়ান্তর না পেয়ে ভিক্ষার ঝুলি হাতে নিয়ে রাস্তায় নামেন।
তবে বয়স হলেও আগের থেকে সুস্থ তিনি। তাই ভিক্ষাবৃত্তি ছেড়ে ভ্রাম্যমাণ বাদাম বিক্রির কাজ শুরু করেছেন। প্রতিদিন সকাল থেকে ঘুরে বাদাম বিক্রি করে যে টাকা লাভ হয় তা দিয়ে সংসার চালাচ্ছেন।
দাউদ হোসেন জানান, প্রথমে দু`কেজি ছোলা নিয়ে বিক্রি শুরু করি। যাদের কাছ থেকে ভিক্ষা নিতাম তারা আমার ছোলা বিক্রি দেখে খুশি হন। তারা পরামর্শ দিলেন বাদাম বিক্রি করতে। সেই থেকে বাদাম বিক্রি শুরু।
তিনি আরও বলেন, প্রতিদিন দুই কেজি করে বাদাম বিক্রি করি। যে টাকা লাভ হয় তা দিয়ে সংসার চালায়। নিজে ও বউয়ের ওষুধ কিনি। ইউনিয়ন থেকে একটা বয়স্ক ভাতার কার্ডও করে দিয়েছেন বলে জানান তিনি।
এফএ/এসএস/এমএস