পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প যথা সময়ে বাস্তবায়নের আহ্বান


প্রকাশিত: ০৭:১৯ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৬

একশটি অর্থনৈতিক জোন এবং পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প যথাসময়ে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ভাসানী। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ আহ্বান জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দ্রুত শিল্পায়ন ও জ্বালানি নিরাপত্তার লক্ষ্যে সরকার ১শ`টি অর্থনৈতিক জোন ও দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করছেন। অতীতে কিছু বামদল ও ব্যক্তি বিশেষ নেতিবাচক প্রচারণা চালিয়ে দেশের কয়লা ও গ্যাস খাতের ক্ষতি সাধন করেছেন। এখন এসব দল ও ব্যক্তি বিভিন্নভাবে অর্থনৈতিক জোন ও পারমাণবিক প্রকল্প বাস্তবায়নে বাঁধার সৃষ্টি করছেন।

তারা বলেন, দেশের মধ্য ও দীর্ঘমেয়াদী অর্থনৈতিক লক্ষ্য অর্জনে এসব প্রকল্প মুখ্য চালকের ভূমিকা পালন করবে। অর্থনৈতিক জোনের ভেতরে ৩/২ ফসলি জমি থাকলে, এসব জমি অক্ষত রেখে জোন বাস্তবায়ন সম্ভব। জোন সংলগ্ন এলাকার মানুষদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ জোন এর শিল্প কারখানায় চাকরির সুযোগ সৃষ্টি করতে হবে।

সংগঠনের চেয়ারম্যান মোসতাক আহমেদ ভাসানীর সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ, বাংলাদেশ ন্যাশনাল মাইনোরিটি পার্টি রাধা নাথ দাস বাবু প্রমুখ।

এএস/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।