গদখালির ফুলচাষিদের মুখে তৃপ্তির হাসি


প্রকাশিত: ১০:৫৩ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

বসন্ত বরণ, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে প্রায় ১৩ কোটি টাকার ফুল বিক্রি করেছেন যশোরের গদখালির ফুলচাষিরা। গত এক সপ্তাহে গদখালি ফুলবাজার থেকে এই ফুল সারাদেশে ছড়িয়ে দিয়েছেন ফুলচাষি ও ব্যবসায়ীরা। অনুকূল পরিবেশের কারণে এবার যেমন ফুলের ফলন হয়েছে, তেমনি দামও ভালো পেয়েছেন ফুল চাষিরা। এতে গত বছর রাজনৈতিক অস্থিরতার কারণে হওয়া ক্ষতি পুষিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন তারা। তাই আনন্দে উৎফুল্ল এখানকার ফুলচাষিরা।

গদখালির ফুল চাষি ও ব্যবসায়ীরা জানান, যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি, পানিসারা ইউনিয়নসহ বেশ কয়েকটি ইউনিয়নে বাণিজ্যিকভাবে উৎপাদিত হয় রজনীগন্ধা, গোলাপ, জারবেরা, গাঁদা, গ্লাডিওলাস, জিপসি, রকস্টিক, ক্যালেন্ডোলা, চন্দ্র মল্লিকাসহ বিভিন্ন ধরনের ফুল। চলতি ফুল মৌসুমে এ অঞ্চলের চাষিরা প্রায় দেড় হাজার হেক্টর জমিতে ফুলের আবাদ করেছেন। এ বছর অনুকূল আবহাওয়ায় ফুলের উৎপাদনও হয়েছে ভালো। এ কারণে ভালোবাসা দিবস, বসন্ত দিবস ও ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অন্তত ২০ কোটি টাকার ফুল বেচাকেনার প্রস্তুতি নিয়েছিলেন গদখালির ফুলচাষিরা।

স্থানীয় ফুলচাষিরা আরো জানান, গত বছর রাজনৈতিক অস্থিরতা, হরতাল-অবরোধের কারণে ফুলচাষি ও ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির শিকার হয়েছেন। সরবরাহ ব্যাহত হওয়ায় ক্ষেত আর বাজারে পচেছে লাখ লাখ টাকার ফুল। যাও বিক্রি হয়েছে তা পানির দরে। কিন্তু সে পরিস্থিতির পরিবর্তন হওয়ায় বিগত থার্টিফার্স্ট ও ইংরেজি নববর্ষকে ঘিরে ফুলের ভালো বেচাকেনা হয়েছে। আর বসন্ত ও ভালোবাসা দিবস উপলক্ষে গদখালিতে ফুলের দাম ও চাহিদা দুইটোই বেড়েছে।

Jessore-Folwer-pic
গদখালিতে এখন গোলাপ প্রতিপিচ ৮ থেকে ১১টাকা, গ্লাডিওলাস ৫ থেকে ১০ টাকা, রজনীগন্ধা আড়াই থেকে তিন টাকা, জারবেরা ১২ থেকে ১৫ টাকা দরে বিক্রি হচ্ছে। গত এক সপ্তাহে গদখালিতে অন্তত ১৩ কোটি টাকার ফুলের বেচাকেনা হয়েছে। ফুলচাষিদের এই ফুল ছড়িয়ে গেছে সারাদেশে।

বাংলাদেশ ফ্লাওয়ারস সোসাইটি সভাপতি আব্দুর রহিম জানান, বসন্ত বরণ ও ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রায় ১৩ কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। আর বেচাকেনায় সন্তুষ্ট এ অঞ্চলের চাষিরা। আর সামনে রয়েছে মহান একুশে ফেব্রুয়ারি। এ দিবসকে ঘিরেও আশানুরূপ বিক্রির প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় ফুলচাষি ও ব্যবসায়ীরা।   

মিলন রহমান/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।