জাবিতে সরস্বতী পূজা উদযাপিত


প্রকাশিত: ০২:০৬ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীরা বিদ্যার দেবীর কাছে শিক্ষার আকুলতা জানিয়ে পুষ্পাঞ্জলি নিবেদন করেন। শনিবার বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত কেন্দ্রীয় মন্দিরে সরস্বতী পূজা উদযাপন করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম প্রধান অতিথি হিসেবে পূজামণ্ডপ পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম পূজামণ্ডপ পরিদর্শনের সময় হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, এ পূজা ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির নিদর্শন।

কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত এ পূজা ছাড়াও বিভিন্ন বিভাগ ও আবাসিক হলে সরস্বতী পূজার আয়োজন করা হয়।

হাফিজুর রহমান/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।