‘গ্লোবালপোস্ট২৪.কম’ এর যাত্রা শুরু
“যাত্রা শুরু করলো তরুণদের দ্বারা পরিচালিত অনলাইন নিউজ পোর্টাল ‘গ্লোবালপোস্ট২৪.কম (www.globalpost24.com)। শনিবার (পহেলা ফাল্গুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের অধ্যাপক মোজাফফর চৌধুরী মিলনায়তনে নিউজ পোর্টালটির উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
এসময় উপস্থিত ছিলেন গ্লোবালপোস্ট২৪.কমের সম্পাদক লোপা হোসাইন, নির্বাহী সম্পাদক সাইফুল্লাহ সাদেক, কাউন্ট্রি সমন্বয়ক ও যুক্তরাষ্ট্র অফিসের প্রধান মোহাম্মদ এ ইরফান। এছাড়া উপস্থিত ছিলেন গ্লোবাল পোস্টের ফিচার সম্পাদক আহসান রনি ও সাহিত্য সম্পাদক সাদমান সাকিল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘তরণদের দ্বারা পরিচালিত যেকোনো উদ্যোগ অন্য সকল উদ্যোগ থেকে ভিন্ন হয়। সাংবাদিকতায় তরুণদের অংশগ্রহণ দিনদিন বাড়ছে। এরকমই কিছু তরুণদের উদ্যোগ গ্লোবালপোস্ট২৪.কম। আমি প্রত্যাশা করি এই নিউজ পোর্টালের হাত ধরে অনলাইন সাংবাদিকতার নতুন দ্বার উন্মোচন হবে।’
তিনি আরো বলেন, ‘সামনের দিনগুলোতে কাগজকেন্দ্রিক সভ্যতা বিলুপ্ত হবে, পরিবর্তে বিকাশ লাভ করবে অনলাইন সভ্যতার। এই সভ্যতায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে গ্লোবালপোস্ট২৪.কম, এই আশা রইলো।’
সম্পাদক লোপা হোসাইন বলেন, ‘সব ধরনের সঠিক সংবাদ খুব দ্রুত জনগণের কাছে পৌঁছে দেয়ার জন্য কাজ করে যাবে গ্লোবাল পোস্টের তরুণ কর্মীবাহিনী। আমি নিশ্চয়তা দিতে পারি পাঠকরা এই নিউজ পোর্টাল থেকে সংবাদ প্রকাশের সঠিক ধারার চর্চা দেখতে পাবে।
সন্ধ্যার এই অনুষ্ঠানে জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক বিজয়, দেশের বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, সমাজকর্মী এবং প্রচুর সংখ্যক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।
একই অনুষ্ঠানে গ্লোবালপোস্টের২৪.কমের সম্পাদক লোপা হোসেইনের প্রথম উপন্যাস ‘তোমার অপেক্ষায়’ বইয়ের মোড়ক উন্মোচন এবং ‘মিউজিক ভিডিও ‘পুনর্জন্মের উদ্বোধনী প্রদর্শনী হয়।
অনুষ্ঠানের শেষের দিকে লোপা হোসেইন সংগীত পরিবেশন করেন। পুরো অনুষ্ঠানটি উপস্থানায় ছিলেন আরজে, টিভি উপস্থাপক ইভান সাইর এবং চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরি।
উল্লেখ্য, দেশ-বিদেশের কয়েকজন সৃজনশীল তরুণ গ্লোবালপোস্ট২৪.কম নিউজ পোর্টালটি শুরু করেছেন। রুচিশীল সংবাদ প্রকাশ, ইতিবাচক মনোভাব এবং সুস্থধারার সাংবাদিকতা চর্চার মানসিকতা থেকে এই উদ্যোগ নেয়া হয়েছে।
এমএইচ/বিএ