রাজধানীতে মদ-বিয়ার বিক্রি বন্ধের নির্দেশ


প্রকাশিত: ০৯:০২ এএম, ০১ ডিসেম্বর ২০১৪

রাজধানীর গুলশান-বনানীতে ৪৮ ঘণ্টার মধ্যে লাইসেন্সবিহীন মদ ও বিয়ার বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আগামী ১০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার এক রিটের শুনানি শেষে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. খসরুজ্জামানের বেঞ্চ এ আদেশ দেন।

ডিএমপি কমিশনার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক ও পরিচালককে এ নির্দেশ পালন করতে বলা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।