মার্কিন ক্ষেপণাস্ত্র ফেরত পাঠিয়েছে কিউবা


প্রকাশিত: ০৬:১৭ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

হাভানায় ২০১৪ সালের জুনে ভুলক্রমে পাঠানো একটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র আমেরিকাকে ফেরত পাঠিয়েছে কিউবা। ক্ষেপণাস্ত্রটিতে অবশ্য কোন বিস্ফোরক যুক্ত ছিল না এবং স্পেনে একটি ন্যাটো প্রশিক্ষণের জন্য এটি পাঠানো হয়েছিল।

এ উদ্দেশ্যে ওই ক্ষেপণাস্ত্রটিকে জার্মানি হয়ে ফ্রান্সের শার্ল দ্য গল বিমানবন্দরে নেয়া হয়েছিল। কিন্তু ওই বিমানবন্দর থেকেই ক্ষেপণাস্ত্রটিকে ভুলক্রমে হাভানাগামী এয়ার ফ্রান্সের একটি বিমানে তুলে দেয়া হয়েছিল।

ওয়াল স্ট্রিট জার্নালে কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ভুলটি একটি সম্ভাব্য মারাত্মক সামরিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছিল। মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা ছিল, কিউবা হয়তো ওই ক্ষেপণাস্ত্রটিতে ব্যবহার করা আধুনিক প্রযুক্তি উত্তর কোরিয়া, চীন কিংবা রাশিয়ার মতো দেশকে জানিয়ে দেবে।

পুরো ব্যাপারটিতে বিব্রত হয়ে আমেরিকা কিউবাকে অনুরোধ জানিয়েছিল ক্ষেপণাস্ত্রটি ফেরত দিতে। কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্যারিস থেকে আসা একটি বিমানে করে ক্ষেপণাস্ত্রটি `ভুলবশত` তাদের দেশে আসে। ব্যাপারটাকে গুরুত্বের সাথে নিয়ে একটি সন্তোষজনক সমাধানের জন্য কিউবা স্বচ্ছতার সাথে সহযোগিতা করেছে।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।