শাহজালালে ৬৯ লাখ টাকার সোনাসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৯ পিএম, ০৪ নভেম্বর ২০২২
গ্রেফতার হোসাইন মাহমুদ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কেজি সোনাসহ এক যুবককে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। ওই যুবকের কাছ থেকে উদ্ধার করা ৬টি স্বর্ণবারের বাজারমূল্য ৪৯ লাখ টাকা ও ২৯৬ গ্রাম স্বর্ণালঙ্কারের মূল্য ২০ লাখ টাকা। এ সময় তিনটি ল্যাপটপ ও দুইটি আইফোন এক্সএস জব্দ করা হয়।

গ্রেফতার যুবকের নাম হোসাইন মাহমুদ। তিনি ফেনীর দাগনভূঁইয়া এলাকার বাসিন্দা।

শুক্রবার (৪ নভেম্বর) রাতে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক পলাশ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হোসাইন মাহমুদকে বিমানবন্দর পার্কিং এলাকা থেকে গ্রেফতার করেন এপিবিএনের গোয়েন্দারা। এ সময় তার কাছ থেকে ৬টি স্বর্ণবার ও ২৯৬ গ্রাম স্বর্ণালঙ্কার ((রাসায়নিক পরীক্ষা ব্যতীত) জব্দ করা হয়। এছাড়া তার কাছ থেকে তিনটি ল্যাপটপ ও দুইটি আইফোন এক্সএস জব্দ করা হয়।

গ্রেফতার হোসাইন মাহমুদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক পলাশ।

টিটি/কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।