সিরাজগঞ্জে নছিমন চাপায় নিহত ১


প্রকাশিত: ০৭:২৬ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

সিরাজগঞ্জের সলঙ্গা-তাড়াশ আঞ্চলিক সড়কে নছিমন চাপায় গোলাম হোসেন (৪০) নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে থানার বনবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম হোসেন সলঙ্গা থানার জঞ্জালী পাড়া গ্রামের মেরু প্রামানিকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বনবাড়িয়া ভোলার বটতলার পূর্বপাশে মাছ বোঝাই একটি নছিমন রাস্তার উপর দাঁড়িয়ে থাকা অপর একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় চাপা পড়ে অটোরিকশা চালক গোলাম ঘটনাস্থলেই নিহত হন।

সলঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শামছুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নছিমনটি আটক করেছে। এ ব্যাপারে সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাদল ভৌমিক/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।