মন্দিরে ‘ভ্যালেন্টাইন বিয়ে’
ভালোবাসা দিবসকে স্মরণীয় করে রাখতে পালিয়ে বিয়ে করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন এক প্রেমিক যুগল। অবশেষে অভিভাবক ও পুলিশের উপস্থিতিতে শনিবার রাত ১২টা এক মিনিটে স্থানীয় কালী মন্দিরে তাদের বিয়ে সম্পন্ন হয়। ভোলা শহরের মথুরা মোহন কালী মন্দিরে ‘ভ্যালেন্টাইন বিয়ে’ আখ্যা দিয়ে তা দেখতে রাতভর ভিড় জমান বিভিন্ন বয়সের মানুষ। এসময় উপস্থিত জনতা নব-দম্পত্তিকে ফুলেল শুভেচ্ছা জানান।
শহরের বিশিষ্ট ব্যবসায়ী অসিম কুমার সাহা ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ধ্রুব হাওলাদার জানান, সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের স্বপন দেবনাথের ছেলে সুশেন দেবনাথ (২৩) ও বরিশালের হিজলা উপজেলার নরসিংহ গ্রামের বাবুল দেবনাথের মেয়ে তৃষ্ণা দেবনাথ (২০) প্রায় তিন বছরের প্রেমের ইতি টানতে শনিবার তারা বিয়ে করার জন্য পালিয়ে আসে। এসময় ইলিশা ফেরিঘাটে কর্তব্যরত পুলিশ তাদের আটক করে। পরে উভয়ের অভিভাবকরা এসে প্রেমিক যুগলকে পুলিশের থেকে ছাড়িয়ে আনেন।
এরপর রাত ১২টা ১মিনিটে ভালোবাসার দিবসে কালী মন্দিরে বিয়ে সম্পন্ন করেন পুরোহিত জয়পাল চ্যাটার্জী।
ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বশির আহাম্মেদ জানান, বর-কনের প্রয়োজনীয় কাগজপত্র দেখে অভিভাবকদের সম্মতিতে বিয়ে সম্পন্ন করার সময় তিনি নিজেও উপস্থিত ছিলেন।
অমিতাভ অপু/এআরএ/এমএস