ডিএনডি এলাকায় জলাবদ্ধতা দূর করা হবে : পানিসম্পদমন্ত্রী
পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ঢাকা-নারায়নগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকায় জলাবদ্ধতা দূর করতে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জাতীয় সংসদে রোববার বিকেলে নারায়নগঞ্জ-১ আসনের গোলাম দস্তগীরের প্রশ্নোউত্তর পর্বে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ডিএনডি সেচ প্রকল্প এলাকায় নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে এবং জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ৫৩৬ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে ‘ডিএনডি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন (ফ্রেজ-২)’ শীর্ষক প্রকল্প হাতে নেয়া হয়েছে। ইতোমধ্যে ডিপিপি প্রক্রিয়াধীন রয়েছে।
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলাধীন বিশনন্দী বাজার হতে তিতিয়া ফেরীঘাট পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রতিরক্ষামূলক কাজ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকামেলায় ডিএনডি সেচ প্রকল্পধীন বিভিন্ন নিষ্কাশন খালের সংস্কার শীর্ষক দু’টি প্রকল্প দাখিল করা হয়েছে বলে তিনি জানান।
মন্ত্রী বলেন, চলতি অর্থ-বছরে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ জেলায় কোনো খাল খনন করা না হলেও, দেশব্যাপী বাঁধ পুনরাকৃতিকরণ ও নদী/খাল পুনঃখননের লক্ষ্যে ১ হাজার ৪০৫ কোটি ৬৯ লাখ টাকার প্রাক্কলিত ব্যয়ে প্রকল্পের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
পরিকল্পনা কমিশনের নির্দেশনা মোতাবেক বর্তমান নদী/ খাল ও রাস্তা/বাঁধের চেইনেজ উল্লেখপূর্বক ডিপিপি পুনর্গঠনের কাজ চলমান রয়েছে বলে মন্ত্রী জানান।
এইচএস/একে/এমএস