কাইয়ুম চৌধুরীর মৃত্যুতে বেসিস সভাপতির শোক
বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাইয়ুম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সভাপতি শামীম আহসান।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বেসিস সভাপতি এক শোকবার্তায় বলেন, বাংলাদেশের চারুকলা ও সাংস্কৃতিক অঙ্গনে কাইয়ুম চৌধুরীর অবদান অনস্বীকার্য। তিনি তার রঙ-তুলিতে দেশের মাটি ও মানুষের জীবনযাত্রা ও সংস্কৃতিকে তুলে ধরেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ গণতান্ত্রিক বিভিন্ন আন্দোলনে তার অবদানের কথা ভোলার নয়। আর এসব অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি স্বাধীনতা পদক, একুশে পদকসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।
শামীম আহসান বেসিস এর সকল সদস্যদের পক্ষ থেকে প্রয়াত কাইয়ুম চৌধুরীর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।