শহর মেতেছিলো ভালোবাসার গানে
ভালোবাসা দিবসকে উপলক্ষ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজন করেছিল ‘প্রাণসখা ঢাকা, লাভ ফর ঢাকা’ নামের এক কনসার্ট। গেল রোববার, ১৪ ফেব্রুয়ারি সারা দিনব্যাপী আয়োজিত প্রাণসখা ঢাকা কনসার্টে গাইলেন দেশের অন্যতম শিল্পী ও ব্যান্ড দলগুলো। আর নেচে গেয়ে শহরটাকে মাতিয়ে দিয়েছিলেন হাজারো শ্রোতা-দর্শক।
চারশো বছরের ঐতিহ্য ধারন করে আছে প্রাণের শহর ঢাকা। আর এই শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে ভিন্নধর্মী আয়োজন ছিল শাহবাগ চত্বরে। ভালেবাসা দিবসের উৎসবমুখর পরিবেশে ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন হলো ‘প্রাণসখা ঢাকা’ ‘লাভ ফর ঢাকা’। ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে সাঈদ খোকন দর্শক সারিতে গিয়ে সবার সঙ্গে ভালোবাসা দিবসের শুভেচ্ছা বিনিময় করেন।
নিজের স্বাগত বক্তব্যে মেয়র বলেন, ‘সবার সচেতনতাই পারে প্রাণের ঢাকাকে পরিচ্ছন্ন রাখতে। এটা কারো ব্যক্তিগত উদ্যোগ কিংবা সরকারের দ্বারা সম্ভব নয়। ঢাকা শহরে বাস করা প্রত্যেকটি মানুষের সদিচ্ছাই পারে নিজের শহরকে পরিচ্ছন্ন রাখতে। নিজের শহরকে পরিচ্ছন্ন রাখতে মেয়র এসময় বাংলার প্রতিটি মানুষের প্রতি সচেতন হতে হবে।’
এরপর ‘ঢাকা আমার ঢাকা, প্রাণসখা ঢাকা’ থিমটি পরিবেশন করে ব্যান্ড দল জলের গান। এতে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
এরপর দুপুর দুইটায় মঞ্চে উঠে গান পরিবেশন করে সময়ের জনপ্রিয় ব্যান্ড দল জলের গান। তারা শুরু করল ‘তোমার এক হাতে লাল টুকটুকে বেলুন, আর অন্যহাতে সুঁচালো আলপিন’ দিয়ে আর ইতি টানল ‘বকুল ফুল বকুল ফুল’ গেয়ে।
জলের গানের পরপরই মঞ্চে আসে আরেক জনপ্রিয় ব্যান্ডদল ‘শিরোনামহীন’। এতক্ষণে ধীরে ধীরে শাহবাগের ফাঁকা জায়গাগুলো মানুষে মানুষে ভরে উঠেছে। দুই পাশের রাস্তায় মানুষের ঢল। সবাই তাকিয়ে আছে বিশাল মঞ্চের দিকে। নিজেদের প্রথম গানটি গাওয়ার আগে মাইক্রোফোন হাতে শিরোনামহীনের ভোকাল তুহিন উপস্থিত সবাইকে জানালেন ভালোবাসা দিবসের শুভেচ্ছা। তিনিও গলা ফাটিয়ে বললেন ঢাকাকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে। আর তারপর গাইলেন নিজেদের গাওয়া শ্রোতাপ্রিয় গানগুলো।
বিকেল যখন ক্লান্তি নিয়ে এল ঠিক তখনই উপস্থাপিকা ঘোষণা করলেন সেই প্রিয় নাম ‘জেমস’। আর মুহূর্তের মধ্যেই যেন সব সজীব ও সজেত হয়ে উঠল। ‘গুরু’ এলেন, গাইলেন এবং পুরো ঢাকাকেই যেন ঢেকে দিলেন সুর আর ভালোবাসার দ্যোতনায়।
জেমস একে একে গাওয়া শুরু করলেন তার শ্রোতাপ্রিয় গানগুলো। লেইস ফিতা লেইস, গুরু ঘর বানাইলা কি দিয়া, দুষ্টু ছেলের দল, বিজলী চলে যেওনা গানগুলো পরিবেশন করেন তিনি। অগণিত মানুষ হৃদয় ভরে ভালোবাসা আর ঢাকাকে পরিস্কার রাখার প্রতিশ্রুতি দিয়ে বিদায় নিলেন। থেমে গেল কোলাহল।
কিছুকথা
ভালোবাসার দিনে ব্যাপক মানুষের মধ্যে প্রাণের শহর ঢাকাকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার অসাধারণ এক উদ্যোগ নিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। তবে এই উদ্যোগটি বেশ সমালোচিত হয়েছে। অনেকেই দাবি করছেন সরকারিভাবে বাংলাদেশে ‘ভ্যালেন্টাইন ডে’ বৈধ নয় এবং এটি পালনও করা হয় না। কিন্তু একজন মেয়র যখন এই দিবসকে কেন্দ্র করে কর্মসূচি দেন এবং সেটি হয় অনেকটা জাতীয় পর্যায়ের তখন দিবসটির প্রতি সরকারের মৌন সমর্থন প্রকাশ পায়। যদি তাই হয় তবে কেন সরকার দিবসটি পালনে প্রকাশ্য ঘোষণা দিচ্ছে না? সেইসঙ্গে ১৪ ফেব্রুয়ারি সরকারি ছুটিও ঘোষণা করা উচিত বলে মনে করেন তারা। অন্যথায় এই দিবসে একজন মেয়রের কর্মসূচিকে প্রশ্নবিদ্ধ করবেই।
এলএ