ড্রাগন সোয়েটারের আইপিও ড্র মঙ্গলবার


প্রকাশিত: ১০:০৬ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহকারী প্রতিষ্ঠান ড্রাগন সোয়েটার লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ড্র  মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হবে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এ ড্র হবে বলে সোমবার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে কোম্পানিটির আইপিও আবেদন গত ১৭ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত জমা নেয়া হয়েছে। চাহিদার চেয়ে প্রায় ২১ গুণের বেশি আবেদন জমা পড়ায় কোম্পানিটি শেয়ার হোল্ডারদের লটারির মাধ্যমে শেয়ার বরাদ্দ দেবে।

জানা গেছে, ১০ টাকা অভিহিত মূল্যে ৪ কোটি সাধারণ শেয়ার ছেড়ে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ৪০ কোটি টাকা সংগ্রহ করার অনুমোদন দেয়া নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

পুঁজিবাজার থেকে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানির যন্ত্রপাতি ক্রয়, বিল্ডিং ও সিভিল কনস্ট্রাকশন, স্পেয়ার পার্টস ক্রয়, চলতি মূলধন এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানির গত ৫ বছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ টাকা ৩৩ পয়সা (ওয়েটেড এভারেজ) এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৮ টাকা ৭৯ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে স্বদেশ ইনভেস্টমেন্ট লিমিটেড।

উল্লেখ্য, বিএসইসি ৫৬১তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়।

এসআই/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।