বইমেলায় মাসউদুর রহমান খানের কাব্যগ্রন্থ সঙ্গে যাবো


প্রকাশিত: ১০:১৮ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

আমাদের সাহিত্যে চলছে তারুণ্যের মিছিল। এই মিছিলের অন্যতম মুখ কবি মাসউদুর রহমান খান। যিনি কবিতার মাঝে প্রশান্তি খুজে পান। অমর একুশে গ্রন্থমেলা ২০১৫ -তে সাহস পাবলিকেশন্স থেকে এসেছিল কবির প্রথম কাব্যগন্থ `সঙ্গে যাবো`। পাঠক ও বন্ধু মহলে প্রশংসা কুড়ানো তার প্রথম কাব্যগ্রন্থ `সঙ্গে যাবো` এবারের অমর একুশে গ্রন্থমেলা ২০১৬ তেও পাওয়া যাচ্ছে।

বর্তমান সময়ের দেশের সেরা ছড়াকার জগলুল হায়দার, `সঙ্গে যাবো` সম্পর্কে লিখেছেন - ``বইটির বেশ কিছু কবিতা আমার পড়া হয়েছে। কবিতাগুলো পড়ে তার প্রাকৃত কাব্যমনের সন্ধান পেয়েছি। যে মন ভাবময়, সে মন নিয়ত প্রকাশের ভাষা খোঁজে। মাসউদুরও খোঁজেন। সেই ভাবময়তার সাক্ষ্য বহন করে `সময়রেখা` কবিতার এ লাইন ক`টি -

`এমনি করে সময়রেখায় পরিবর্তিত হয় স্থান কাল পাত্র
তবুও সেখানে রয়েছে শুভ্রাংশুর মন ভোলানো মায়ারথ। `

এই বইয়ে সংযোজিত কবিতাগুলোতে আবেগের আধিক্য থাকলেও আমার বিশ্বাস ধারাবাহিক চর্চা কবিতার অঙ্গনে ক্রমেই ঋদ্ধ করে তুলবে তাকে।``

৫৬ পৃষ্ঠার এই বইটিতে মোট কবিতা রয়েছে ৪৬ টি। নারী পুরুষের চিরায়িত প্রেম, রাগ, অনুরাগ বইটির প্রধান উপজীব্য হলেও এতে মা, মাটি, কাল ও বোধের বিশেষ উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রেমিক যুগল কিংবা সদ্য প্রেমে পড়া মানুষটির বইটি বিশেষ ভালো লাগবে বলে বিশ্বাস করি।

`সঙ্গে যাবো` প্রকাশ করেছে সাহস পাবলিকেশন্স। আর এতে চমৎকার প্রচ্ছদ এঁকেছেন শিল্পী চারু পিন্টু। বইটির শুভেচ্ছা মূল্য ১২০ টাকা। বইমেলা উপলক্ষ্যে ২৫% ছাড়ে বইটি পাওয়া যাবে মেলা প্রাঙ্গণের সোহরাওয়ার্দী উদ্যান অংশে `সাহস পাবলিকেশন্স` এর ৩৭৫ নং স্টলে।

এইচএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।