সংসদে অসুস্থ হয়ে হাসপাতালে রেলমন্ত্রী


প্রকাশিত: ০১:৩৯ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

জাতীয় সংসদের অধিবেশনে এমপিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। এসময় তার নাক নিয়ে রক্ত পড়তে দেখা যায়। এরপর তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তির উদ্দেশ্যে সংসদ থেকে তুলে নেয়া হয়।

সোমবার সন্ধ্যায় অধিবেশন কক্ষে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন রেলমন্ত্রী। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৈঠকের সভাপতিত্বে ছিলেন।

সংসদ কার্যালয় সূত্র জানায়, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন রেলমন্ত্রী। এর আগেও তিনি সিঙ্গাপুরে আলসারসহ বিভিন্ন রোগের চিকিৎসা নিয়েছেন। দেশের বিভিন্ন হাসপাতালেও নিয়মিত চিকিৎসা নিচ্ছেন তিনি।

জানা গেছে, ‘রেলমন্ত্রী দীর্ঘদিন যাবৎ গ্যাসের সমস্যায় ভুগছিলেন। সেখান থেকে তার আলসারের সৃষ্টি হয়। সিঙ্গাপুরে তার আলসারের অস্ত্রোপচার হয়। এরপর থেকে তার অবস্থার অবনতি হতে থাকে।

উল্লেখ্য,আলসার সমস্যার কারণে গত বছর ১৭ জুলাই রাতে কুমিল্লার কান্দিরপারে দলীয় কার্যালয়ে অসুস্থ হয়ে পড়েন রেলমন্ত্রী মুজিবুল হক। দ্রুত তাকে স্থানীয় মুন হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। অবস্থার অবনতি ঘটলে ওইদিন রাতেই মন্ত্রীকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। সেখানে মন্ত্রীর চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। কিন্তু শারীরিক অবস্থার কোনো রকম উন্নতি না হওয়ায় মেডিকেল বোর্ড তাকে দেশের বাইরে নেয়ার পরামর্শ দেন।

ডাক্তারদের পরামর্শ অনুযায়ী গত বছর  ১৮ জুলাই ভোররাতে রেলমন্ত্রীকে উন্নত চিকিৎসার্থে সিঙ্গাপুরে পাঠানো হয়।  সিঙ্গাপুরে ১৭দিন উন্নত চিকিৎসা শেষে সুস্থ হয়ে গত ৩ আগস্ট দেশে ফিরেন রেলমন্ত্রী মুজিবুল হক।

এইচএস/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।