মেলা শুরুর ১৫ দিন পর ই-তথ্য কেন্দ্রের উদ্বোধন
অমর একুশে বইমেলার মধ্য সময়ে ই-তথ্য কেন্দ্রের উদ্বোধন করা হলো। মেলা শুরু হওয়ার প্রথমদিন থেকে ই-তথ্য কেন্দ্রের স্টলটি দেখা গেলেও ১৫ দিন পরে এর কার্যক্রম শুরু হল।
সোমবার সন্ধ্যায় কেন্দ্রের উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।
উদ্বোধনকালে অধ্যাপক শামসুজ্জামান খান বলেন, ‘মেলার শুরুতেই ই-তথ্য কেন্দ্রের উদ্বোধন করার কথা থাকলেও বিশেষ কারণে সম্ভব হয়নি।’
ই-তথ্য কেন্দ্রের মাধ্যমে মেলায় আগত দর্শনার্থীরা সহজেই তথ্য সংগ্রহ করতে পারবেন উল্লেখ করে তিনি বলেন, সব কিছুই প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে। আমরাও প্রযুক্তির ব্যবহার করে সবাইকে সেবা দিতে চাই। মেলার জন্য এটি নতুন সংযোজন।
এএসএস/একে/আরআইপি