সকল যুদ্ধাপরাধীদের রায় কার্যকর করা হবে : সৈয়দ আশরাফ


প্রকাশিত: ০২:২৩ পিএম, ০১ ডিসেম্বর ২০১৪

সরকার যে কোন ধরনের বাধা ও হুমকি উপেক্ষা করে যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। সোমবার বিকেলে রাজধানীর শাহবাগে যাদুঘরের সামনে মুক্তিযোদ্ধা কমান্ড কেন্দ্রীয় কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ভবিষ্যতে সব রাজাকারের বিচার করা হবে। যত ধরনের হুমকি আসুক না কেন কেউ যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করা থেকে বিরত রাখতে পারবে না।

সৈয়দ আশরাফ আরও বলেন, অনেক সময় মনে হয়, মুক্তিযুদ্ধ করাটাই ছিল অপরাধ। এতো বড় যুদ্ধ, এতো বড় আত্মত্যাগ। অথচ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলে। এ দেশের স্বাধীনতা গোলটেবিলে আলোচনার মাধ্যমে আসেনি। লাখ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি। পৃথিবীর খুব কম জাতিই আছে, যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। তাই নতুন প্রজন্মকে এ ইতিহাস জানাতে হবে।

মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মুর্শেদ খান বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদের ভাইস চেয়ারম্যান মো. সালাউদ্দিন, মহাসচিব মো. আলাউদ্দিন, কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন পাহাড়ী, ঢাকা মহানগর কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি আমির হোসেন মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।