স্বাস্থ্যসেবায় বিমানের সঙ্গে গ্রামীণফোন


প্রকাশিত: ০৩:০২ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

মালয়েশিয়া ভ্রমণে গ্রামীণফোনের গ্রাহকরা এখন থেকে স্বাস্থ্যসেবা বিষয়ক পর্যটন সুবিধা উপভোগ করতে পারবেন। এ লক্ষ্যে মালয়েশিয়ার টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান ডিজি নেটওয়ার্ক ও মালয়েশিয়ার হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিলের (এমএইচটিসি) সঙ্গে পৃথকভাবে চুক্তিবদ্ধ হয়েছে গ্রামীণফোন, জিডি অ্যাসিস্ট (গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান) এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

জিপি হাউজে আয়োজিত চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন গ্রামীণফোনের ডিরেক্টর-প্রোডাক্ট হাসিবুল হক, জিডি অ্যাসিস্ট লিমিটেডের ইনচার্জ সৈয়দ মইনুদ্দিন আহমেদ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মার্কেটিং অ্যান্ড সেলস ডিরেক্টর মোহাম্মদ শাহ নেওয়াজ।

এ সময় আরো উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ইয়াসির আজমান, গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ফারজানা চৌধুরী এবং এমএইচটিসি-এর চিফ মার্কেটিং অফিসার মেগাত আরডিয়ান উইরা মো. আমিনউদ্দিন।

গ্রামীণফোণের পক্ষ থেকে বলা হয়, এ চুক্তির অধীনে গ্রাহকরা দু’ধরনের প্যাকেজ নিতে পারবেন। এর মধ্যে ৮শ’ মার্কিন ডলারে পাবেন পাঁচ তারকা হোটেল ও ৬শ’ ডলারের প্যাকেজে পাবেন চার তারকা হোটেলে থাকার সুবিধা। প্রথম ও দ্বিতীয় প্যাকেজে গ্রাহকরা যথাক্রমে দু’জন দু’রাত পাঁচ তারকা ও চার তারকা হোটেলে থাকতে পারবেন।

প্যাকেজের অধীনে আরো পাবেন বিমানবন্দর থেকে হোটেলে আসা-যাওয়া, হোটেল থেকে হাসপাতালে আসা-যাওয়া এবং অর্ধেক দিন ঘুড়ে বেড়ানোর সুবিধা। এ বিশেষ প্যাকেজে গ্রাহকরা প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টার ও গ্লেনেগলস কুয়ালালামপুরে স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন।

যেসব গ্রাহক এ সেবা নেবেন তারা মালয়েশিয়ায় যেতে বিমান বাংলাদেশের বিজনেস ও ইকোনোমি ক্লাসে ভাড়ার ওপর ২০ শতাংশ ডিসকাউন্ট পাবেন।

আরএম/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।