দেশে কোনো বিচার নেই : শাহ মোয়াজ্জেম
বিএনপির ভাইস-চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীসহ দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। মানুষ এখন ঘর থেকে বের হতেও ভয় পায়।
সোমবার বিকেলে চাঁদপুর পৌর ঈদগাঁ মাঠে সদর উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি বলেন, দেশে এখন গণতন্ত্র নয়, ধর্ষণতন্ত্র চলছে। আজকে এই দেশে কেউ নিরাপদ নয়। মায়ের সামনে মেয়ে ধর্ষণ হয়, ছেলের সামনে মা ধর্ষণ হয়। কিন্তু দেশে কোনো বিচার নেই। অথচ বর্তমান প্রধানমন্ত্রী একজন নারী, স্পিকার, বিরোধী দলীয় নেতা এবং বিএনপির চেয়ারপারসনও নারী। দেখে মনে হচ্ছে- এটি নারীস্থান। কিন্তু এই নারী স্থানে নারীরা নিরাপদ নয়।
শহর বিএনপির আহ্বায়ক অ্যাড. সলিম উল্লা সেলিমের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু , সাবেক সংসদ সদস্য রাশেদা বেগম হীরা, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহম্মেদ মানিক প্রমুখ।
ইকরাম চৌধুরী/এআরএ/আরআইপি