চুল কাটার অপরাধে...


প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চাঁদনী আক্তার (১০) নামে এক শিশুর চুল কেটে নিয়ে প্রতিশোধ নেয়া হয়েছে। রোববার দুপুরে উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামে এ ঘটনা ঘটে। রোববার সন্ধ্যায় হাতীবান্ধা থানায় একটি অভিযোগ দিয়েছে ওই শিক্ষার্থীর নানী আছিয়া বেগম (৪০)।

এলাকাবাসী জানায়, উপজেলার গড্ডিমারী গ্রামে সাজু মিয়ার মেয়ে সুমাইয়ার (২) চুল কেটে দেয় চতুর্থ শ্রেণির ছাত্রী চাঁদনী আক্তার (১০)। এ ঘটনায় সুমাইয়ার বাবা সাজু মিয়া ক্ষিপ্ত হয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী চাঁদনী আক্তারে চুল কেটে নেয়। চুল কেটে নিয়ে প্রতিশোধ নেয়ায় এলাকার সবাই হতবাক হয়েছেন।

চাঁদনী আক্তার (১০) উপজেলার পারুলীয়া গ্রামের হামিদুল ইসলামের মেয়ে। সে হাতীবান্ধা শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী।

চাঁদনীর নানি আছিয়া বেগম জাগো নিউজকে জানান, নাতনি যদি কোনো অপরাধ করে তাহলে সাজু আমাকে জানালো না কেন? কেন আমার নাতনির চুল কাটলো আমি সবার কাছে বিচার চাই।

সাজু মিয়া জানান, চাঁদনী আমার মেয়ের চুল কেটে দিয়েছে তাই আমি ওর চুল কেটে দিয়েছি। চুল কাটা অপরাধ এমন প্রশ্ন করলে আরো বলেন, আমি অপরাধ বুঝি না সে আমার মেয়ের চুল কেটেছে তাই আমি তার চুল কেটে দিয়েছি অর্থাৎ শোধবোধ।

হাতীবান্ধা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কালাম জাগো নিউজকে জানান, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রবিউল হাসান/এআরএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।