গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ নীতির দাবি


প্রকাশিত: ০৬:২৫ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ নীতি ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের সমন্বিত আইনের দাবি জানিয়েছে গভার্নেন্স এডভোকেসি ফোরাম ও মানুষের জন্য` নামক সংগঠন। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ কার্যকর হলে যে সব ক্ষেত্রে সুনির্দিষ্ট অগ্রগতি সম্ভব তা উল্লেখ করে মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় চাহিদা বিবেচনা করে জনঅংশগ্রহণের মাধ্যমে উন্নয়ন ও বাস্তবায়ন। সরকারি সেবা সমূহ (শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পল্লী উন্নয়ন, সমাজ কল্যাণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, দুর্যোগ ব্যবস্থাপনা প্রভৃতি) দক্ষতার সঙ্গে অতিদরিদ্র সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া।

সামগ্রিক প্রেক্ষাপট পর্যলোচনায় আমরা দেখতে পাই যে, গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ নীতির আলোকে কার্যকর স্থানীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যেমে সুষম উন্নয়ন ত্বরান্বিত সম্ভব এমন মন্তব্য করে বক্তার বেশ কিছু দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য:

রাষ্ট্রের উদ্যেগে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ নীতি ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের সমন্বিত আইন প্রণয়ন ও কার্যকর করা। বিকেন্দ্রীকরণ প্রক্রিয়াকে অর্থবহ করার লক্ষ্যে আর্থিক বিকেন্দ্রীকরণ কার্যকর করা। সব স্থানীয় সরকারের সংরক্ষিত আসনে ঘূর্ণায়মান পদ্ধতিতে নারী প্রতিনিধিদের নির্বাচনের ব্যবস্থা করা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, গভার্নেন্স এডভোকেসি ফোরামের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমেদ, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, ফোরামের সমন্বয়কারী মহসিন আলী, স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার প্রমুখ।

এএস/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।