গাজীপুরে অপহৃত দুই শিক্ষার্থী উদ্ধার : আটক ৬


প্রকাশিত: ১০:১৭ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

মুক্তিপণের দাবিতে গাজীপুরে অপহৃত দুই কলেজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জড়িত ছয়জনকে আটক করা হয়েছে। গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

উদ্ধারকৃত রিশাত খান (২২) ময়মনসিংহের গফরগাঁও থানার পুরাদিয়াটেক এলাকার ইসমাইল খানের ছেলে এবং পারভেজ খান একই এলাকার সেলিম খানের ছেলে। তারা গাজীপুর শহরের মডেল ইনস্টিটিউ অব সাইন্স অ্যান্ড টেকনোলজি (মিস্ট) টেলিকমিউনিকেশনের ছাত্র।

আটকরা হলো শফিকুল ইসলাম মুন্না (২২), মেহেদী হাসান রাজিব (২০), আনম ফয়সাল হোসেন (২১), শাহাদাৎ হোসেন সৈকত (২৫), কাউসার হোসেন (২৩) ও আসাদ (২২)। তারা সকলেই গাজীপুর শহরের মডেল ইনস্টিটিউ অব সাইন্স অ্যান্ড টেকনোলজি (মিস্ট) টেলিকমিউনিকেশনের শিক্ষার্থী।

গাজীপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন জানান, মুন্না, রাজিব ও নাইমের সঙ্গে সোমবার দুপুর ২টার দিকে রিশিত ও পারভেজ গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে খেলা দেখতে যায়। এক পর্যায়ে কথা আছে বলে রিশিত ও পারভেজকে পার্শ্ববর্তী গাজীপুর কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে ডেকে নিয়ে যায়। এরপর সেখানে থাকা অপর অপহরণকারীরা তাদের মারধর করে এবং ভয়-ভীতি দেখিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের বাঙালগাছ এলাকায় নিয়ে যায়।

পরে রিশিত ও পারভেজের পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। এরপর পারভেজের স্বজনরা বিষয়টি ডিবি পুলিশকে জানায়। তাদের দেয়া তথ্য অনুযায়ী দুই লাখ টাকা নিয়ে বাঙালগাছ এলাকায় যায় তাদের স্বজনরা। টাকা লেনদেনের সময় রাত ১০টার দিকে ডিবি পুলিশ অপরহণকারীদের হাতেনাতে আটক করে। এসময় অপহৃতদের উদ্ধার করা হয়। অন্য সদস্যদের আটকে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আমিনুল ইসলাম/এফএ/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।