হাসপাতালে হামলা : যুদ্ধাপরাধের অভিযোগ প্রত্যাখ্যান রাশিয়ার
সিরিয়ায় হাসপাতালে বোমা হামলার ঘটনায় তুরস্ক এবং ফ্রান্সের আনা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ প্রত্যাখ্যান করেছে মস্কো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, যারা এ ধরনের অভিযোগ এনেছেন তারা কোনো প্রমাণ দেখাতে পারবেন না। খবর বিবিসির।
সোমবার সিরিয়ার উত্তরাঞ্চলে আন্তর্জাতিক মেডিকেল দাতব্য সংস্থা মেডিসিনস সান ফ্রন্টিয়ারস (এমএসএফ) এর চারটি হাসপাতাল ও দুটি স্কুলে বিমান ও রকেট হামলায় ৫০ জনের বেশি নিহত হয়। হাসপাতালে বিমান হামলাকে যুদ্ধাপরাধের সামিল বলে মন্তব্য করেছে ফ্রান্স, তুরস্ক এবং জাতিসংঘ। ওই হামলার জন্য তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়াকে দায়ী করেছেন।
মঙ্গলবার তুরস্কের একজন কর্মকর্তা বলেন, আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে সিরিয়ায় স্থল অভিযান পরিচালনা করা হবে।
এদিকে জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেন, হাসপাতালে হামলা অস্ত্রবিরতির সম্ভাবনাকে অনেকটাই হুমকির মুখে ফেলে দিয়েছে। মিউনিখে একটি সম্মেলনে বিশ্ব নেতারা আগামী সপ্তাহ খানেকের মধ্যেই একটি যুদ্ধবিরতির চেষ্টা করছিলো। কিন্তু সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল-আসাদ বলেছেন, শান্তিচুক্তির অর্থ এই নয় যে সব গোষ্ঠীর তাদের অস্ত্র জমা দেবে।
এসআইএস/আরআইপি