শ্লীলতাহানির আভিযোগে বিআরটিসির সেই বাসচালক গ্রেফতার


প্রকাশিত: ১১:৪৪ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (বিআরটিসি) বগুড়া বাস ডিপোর চুক্তিভিত্তিক এক নারী কর্মচারীকে শ্লীলতাহানির অভিযোগে বাসচালক আবুল বাশারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে শহরের খান্দার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তাকে আশ্রয় দেয়ার অভিযোগে আটক করা হয় আরো এক দম্পতিকে।

ওই নারী বিআরটিসি কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেয়ার পাঁচদিন পরেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। রাতেই ঘটনাটি বগুড়া জেলা পুলিশের নজরে আসে। এরপর সোমবার ভোরে পুলিশ খান্দার এলাকায় অভিযান চালায়। প্রথমে পুলিশের উপস্থিতি টের পেয়ে আবুল বাশার কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে এক প্রতিবেশির বাড়িতে আশ্রয় নিলে সেখান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য, বিআরটিসি বগুড়া বাস ডিপোর মৃত এক বাসচালকের মেয়েকে মানবিক বিবেচনায় কম্পিউটার শাখায় চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়। একই ডিপোর বাসচালক আবুল বাশার (৩৫) ওই কিশোরীকে বিভিন্ন প্রলোভন দিয়ে গত ৯ ফেব্রুয়ারি শহরের খান্দার এলাকায় তার বাসায় নিয়ে যায়। বাসায় স্ত্রী-সন্তান না থাকার সুযোগে আবুল বাশার ওই কিশোরীকে জোরপূর্বক শ্লীলতাহানি করে।

বৃহস্পতিবার ধর্ষিতা এ বিষয়ে বিআরটিসি বগুড়া বাস ডিপো ম্যানেজারের কাছে লিখিত অভিযোগ দেয়। এর পাঁচ দিন অতিবাহিত হলেও বাসচালক আবুল বাশারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এ কারণে আবুল বাশার নানা কৌশলে ঘটনাটি আপোষের মাধ্যমে ধামাচাপা দেয়ার চেষ্টা করে।

বিআরটিসি বাস ডিপোর শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ শ্লীলতাহানির শিকার ওই মেয়ের পক্ষ নিয়ে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য ম্যানেজারকে অনুরোধ জানায়। কিন্তু ম্যানেজার নিহার রঞ্জন মজুদদার বিভিন্ন ভাবে তালবাহানা করেন এবং মেয়েটিকে থানায় মামলা করতে নিষেধ করে ব্যবস্থা নেয়া হবে বলে কালক্ষেপণ করতে থাকেন।

বগুড়ার সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ফজলে ইলাহী আবুল জানান, ঘটনাটি স্পর্শকাতর হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এবং প্রাথমিক অভিযোগের ভিত্তিতে আবুল বাশারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে বিআরটিসি বাস ডিপোর ম্যানেজার নিহার রঞ্জন মজুদদার জানান, বিষয়টি ঢাকায় জানানো হয়েছিল। তারাই এ ব্যাপারে সিদ্ধান্ত দিতো। এ কারণে স্থানীয়ভাবে কোনো অ্যাকশন নেয়া হয়নি।

এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।