জবির ‘বি’ ও ‘ই’ ইউনিটের ৭ম মেধাতালিকা প্রকাশ


প্রকাশিত: ০১:২০ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম সেমিস্টারের ‘বি’ ও ‘ই’ ইউনিটের বিষয় ভিত্তিক ৭ম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি ‘বি’ ইউনিটের ৬ষ্ঠ মাইগ্রেশন তালিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বি’ ইউনিটের মানবিক শাখার মেধাক্রম ১ হাজার ৬২৯ থেকে ২ হাজার ২৩ পর্যন্ত, বিজ্ঞান শাখার মেধাক্রম ৫০১ থেকে ৫৪১ পর্যন্ত এবং বাণিজ্য ও অন্যান্য শাখার মেধাক্রম ২৮০ থেকে ২৯৯ পর্যন্ত মেধাক্রমধারীদের মধ্যে নির্বাচিত প্রার্থীগণ ৭ম মেধাতালিকায় মনোনীত হয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘ই’ ইউনিটের সংগীত বিভাগে ৬৪ থেকে ৬৬ মেধাক্রমধারীদের মধ্যে নির্বাচিত প্রার্থীগণ ৭ম মেধাতালিকায় মনোনীত হয়েছেন। ‘বি’ ও ‘ই’ ইউনিটের ৭ম মেধাতালিকায় মনোনীত শিক্ষার্থীদের বুধবার ও বৃহস্পতিবারের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে নির্দেশ দেয়া হয়েছে।

ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.jnu.ac.bd)-এ পাওয়া যাচ্ছে।

এসএম/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।