পোশাক শ্রমিককে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩


প্রকাশিত: ০১:৩৯ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

বরিশালের আগৈলঝাড়ার রত্নপুর ইউনিয়নের দত্তেরাবাদ এলাকায় এক নারী পোশাক শ্রমিককে গণধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ওই নারী শ্রমিকের ডাক্তারি পরীক্ষার জন্য শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার সেরাল গ্রামের আজাহার ভুইয়ার ছেলে শাহাদাৎ ভুইয়া (২৭), জালালের ছেলে সাঈদ (২৮) ও ধর্ষণে সহায়তাকারী পুষ্প বেগম (৩২)।

আগৈলঝাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, গৌরনদী উপজেলার বড় কসবা এলাকার ওই যুবতী ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন। একই উপজেলার পালরদীর এলাকার জাহিদ নামের এক যুবকের সঙ্গে মোবাইল ফোনে তার পরিচয় হয়। এরপর মোবাইল ফোনে তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক।

ভালবাসা দিবসে প্রেমিক জাহিদ প্রেমিকাকে তার এলাকায় আসতে বললে ওই যুবতী ১৪ ফ্রেব্রুয়ারি ঢাকা থেকে বাড়ি আসে। পরে জাহিদ ওই যুবতীকে তার বন্ধু কামরুলের মাধ্যমে আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের দত্তেরাবাদ গ্রামের বাসিন্দা ও মুলাদী উপজেলা পিআইও অফিস সহকারী সরদার হুমায়ুন কবিরের বাড়িতে পাঠায়। ওই বাড়িতে সারাদিন ওই যুবতীকে কৌশলে আটকে রেখে রাতে চারজন মিলে পালাক্রমে ধর্ষণ করে। এতে সহায়তা করে আরো চারজন।

সোমবার সকালে স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে। রাতে এ ঘটনায় গণধর্ষণ ও সহায়তা করার অভিযোগে রাতে আটজনকে আসামি করে আগৈলঝাড়া থানায় মামলা করে ওই পোশাক শ্রমিক। যার মামলা নং-৭ (১৬.২.১৬)।

ভোরে ওই নারী ও তার ভাইকে সঙ্গে নিয়ে পুলিশ ঘটনাস্থল দত্তেরাবাদ গ্রামে হুমায়ুন সরদারের বাড়িতে অভিযান চালায়। এসময় ওই বাড়িতে অবস্থান করা তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

তিনি আরো জানান, সকালে গ্রেফতারকৃতদের আদালতে ও ওই নারীর ডাক্তারি পরীক্ষার জন্য শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  

সাইফ আমীন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।