মাহমুদ নূরুল হুদা ছিলেন একজন নিঃশব্দ বিপ্লবী


প্রকাশিত: ০২:২৩ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

‘মাহমুদ নূরুল হুদা ছিলেন একজন নিঃশব্দ বিপ্লবী। তিনি বিশ্বাস করতেন সংস্কৃতিই জাগরণের প্রথম সূত্র। একই সঙ্গে তিনি ছিলেন ভীষণ রাজনীতিসচেতন এবং অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির একজন মানুষ।’

অমর একুশে বইমেলার ১৬তম দিন মঙ্গলবার বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। মাহমুদ নূরুল হুদা জন্মশতবর্ষিকী শীর্ষক আলোচনা সভাটির আয়োজন করে বাংলা একাডেমি।  এতে প্রবন্ধ উপস্থাপন করেন স্বরোচিষ সরকার। আলোচনায় অংশগ্রহণ করেন ড. নেহাল করিম, হাশেম সূফী, শামসুজ জাহান নূর, এবং মাহমুদ নুরুল হুদার ভ্রাতুষ্পুত্র এইচ এইচ মাহমুদ। সভাপতিত্ব করেন ড. এনামুল হক।

বক্তারা বলেন, শেরে বাংলা, সোহরাওয়ার্দী প্রমুখ জাতীয় নেতাদের সংস্পর্শে মাহমুদ নূরুল হুদাকে জীবন ও জগতের বৃহৎ পরিসরে যুক্ত করেছে। পাশাপাশি বুলবুল ললিতকলা একাডেমি (বাফা) প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলার লোকসংস্কৃতিকে তিনি আমাদের সামনে নিয়ে এসেছেন। বক্তারা বলেন, জন্মশতবর্ষে মাহমুদ নূরুল হুদাকে স্মরণের সঙ্গে সঙ্গে তার স্বপ্নের বুলবুল ললিতকলা একাডেমি সংরক্ষণে সরকারি উদ্যোগ প্রয়োজন।  

প্রাবন্ধিক বলেন, মাহমুদ নূরুল হুদা (১৯১৬-১৯৯৬) বাংলাদেশের সামাজিক-রাজনৈতিক ও সাংস্কৃতিক জগতের বিশিষ্ট একজন ব্যক্তিত্ব। জীবিত থাকতে তিনি বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক বিকাশে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সেই ভূমিকার খানিকটা স্বীকৃতি মেলে মৃত্যুর পর মাত্র দুই বছরের মধ্যে ১৯৯৮ সালে বাংলা একাডেমি থেকে তার জীবনী প্রকাশের মধ্য দিয়ে।
 মাহমুদ নূরুল হুদা নিজেও আত্মস্মৃতিমূলক চারটি গ্রন্থের লেখক ছিলেন। এসব গ্রন্থ এবং তাকে নিয়ে বিশিষ্টজনদের স্মৃতিচারণায় আমরা জানতে পারি এদেশের জাতীয় জাগরণে সাংস্কৃতিক সূত্রধরদের অন্যতম হিসেবে মাহমুদ নূরুল হুদা পালন করেছেন ঐতিহাসিক ভূমিকা।

সভাপতির বক্তব্যে ড. এনামুল হক বলেন, মাহমুদ নূরুল হুদার জন্মশতবর্ষে তাকে স্মরণ করে জাতীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান বাংলা একাডেমি আমাদের সংস্কৃতি জগতের এক অনন্য ব্যক্তিত্বকে নতুন প্রজন্মের সামনে নিয়ে এসেছেন।

মেলায় সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন সাংস্কৃতিক সংগঠন ‘বাঁধনহারা’, নবীন কিশোরের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম’ এবং ঝর্ণা আলমগীরের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘ক্রান্তি শিল্পীগোষ্ঠী’।   এদিকে মেলায় আজ নতুন বই এসেছে ৮৪টি।  

এমএম/এমএইচ/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।