শেষ টেস্টে অনিশ্চিত পিটার সিডল


প্রকাশিত: ০৭:৩১ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে অনিশ্চিত হয়ে পড়েছেন অস্ট্রেলিয়ার পেসার পিটার সিডল। পিঠের ইনজুরি নিয়ে প্রথম টেস্ট খেললেও, ক্রাইস্টচার্চে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফিটনেসের দিক দিয়ে পুরোপুরি ফিট না থাকলে ক্রাইস্টচার্চে সিডল খেলবেন না তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়া দলের কোচ ড্যারেন লেহম্যান।

ইনজুরি নিয়েই সিরিজের প্রথম টেস্ট খেলেছেন সিডল। বল হাতে প্রথম ইনিংসে ৩ উইকেট নেয়ার পাশাপাশি আট নম্বরে ব্যাটিং-এ নেমে ৮১ বলে ৪৯ রান করেন তিনি। তখনো ইনজুরিটি খুব সমস্যা করেনি তাকে।

তবে দ্বিতীয় ইনিংসে বল করার সময়ই ইনজুরিটি নাড়াচাড়া দিয়ে বসে। ফলে ওই ইনিংসে নিজেকে পুরোপুরি মেলে ধরতে পারেননি সিডল। ৮ ওভার বল করে ৩০ রান দিয়ে কোনো উইকেট শিকার করতে পারেননি এই পেসার।

এমন ইনজুরিতে দ্বিতীয় টেস্টে সিডলের খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। ফিটনেস পরীক্ষায় উৎরালেই ক্রাইস্টচার্চে খেলতে দেখা যাবে বলে জানিয়েছেন অসি কোচ লেহম্যান।

‘যদি সে শতভাগ সুস্থ না হয়, তবে সে খেলতে পারবে না। তখন আমরা কী করতে পারি। তবে আমরা তার জন্য অপেক্ষা করবো এবং দেখবো সে আগামী কয়েকদিনে কতটা উন্নতি করতে পারে। অনুশীলনে বল হাতে নিজেকে কতটা মেলে ধরতে পারে। সুস্থ হলেই দ্বিতীয় টেস্টে সে খেলতে পারবে।’

আগামী শনিবার (২০ ফেব্রুয়ারি) থেকে ক্রাইস্টচার্চে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম টেস্ট ইনিংস ও ৫২ রানের ব্যবধানে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।