কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় ৩ পথচারী নিহত
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরিপুর বাস স্টেশনে একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দিলে ঘটনাস্থলে ১ নারী ও ২ পুরুষ নিহত হয়। এ সময় আহত হয় আরও ৪ জন। বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এনামুল হক মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।
দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পথচারীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে এক নারীসহ ৩ জন নিহত হয়। আহত হয়েছে আরও ৪ জন। আহতদের গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
কামাল উদ্দিন/এসএস/এমএস