সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলামের জানাজা সম্পন্ন


প্রকাশিত: ০৯:২৪ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

সংবিধান বিশেষজ্ঞ, সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলামের জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার বাদ যোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের গার্ডেনে এ জানাজা অনুষ্ঠিত হয়।

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতি, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, সুপ্রিম কোর্ট বারের সভাপতি খন্দকার মাহবুব হোসেনসহ অনেক আইনজীবী জানাজায় অংশ নেন।

জানাজা শেষে সুপ্রিম কোর্ট বারসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মাহমুদুল ইসলামের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করা হয়।  

মাহমদুল ইসলামের স্মরণে বুধবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যসূচি কমানো হয়।  

এ উপলক্ষে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ বেলা ১টা ও আপিল বিভাগ সকাল ১১টা পর্যন্ত তাদের বিচারিক কার্যক্রম পরিচালনা করে।

বুধবার সকালে আপিল বিভাগ বসার পরেই অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি খন্দকার মাহবুব হোসেন এ বিষয়ে প্রধান বিচারপতির কাছে দৃষ্টি আকর্ষণ করেন। প্রধান বিচারপতি এস কে সিনহা আবেদন আমলে নিয়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যসূচি কমিয়ে আনেন।   

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনাঙ্গণের সবার শ্রদ্ধা নিবেদনের পর মাহমুদুল ইসলামের মরদেহ তাঁর গ্রামের বাড়ি রংপুরে নেয়ার কথা রয়েছে।

১৬ ফেব্রুয়ারি সোমবার মধ্যরাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে মাহমুদুল ইসলামের বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।

এফএইচ/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।