চট্টগ্রামে স্যামসাংয়ের দ্বিতীয় কাস্টমার সার্ভিস সেন্টার উদ্বোধন
গ্রাহকদের সব ধরনের বিক্রয়োত্তর সেবা প্রদানের লক্ষ্যে স্যামসাং ইলেকট্রনিক্স বন্দর নগরী চট্টগ্রামে দ্বিতীয় সার্ভিস সেন্টারের উদ্বোধন করেছে। সম্প্রতি এই সার্ভিস সেন্টারের উদ্বোধন করেন স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের ব্যাবস্থাপনা পরিচালক স্যাংওয়ান ইউন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্যামসাং-এর হেড অব কাস্টমার সার্ভিস তানভির শাহেদ, হেড অব মোবাইল ডিভাইস হাসান মেহদী, স্মার্ট টেকনোলজি লি.-এর ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম, এফডিএল-এর ব্যবস্থাপনা পরিচালক রুহুল আলম আল মাহবুব, এক্সেল টেলিকম প্রা. লি.-এর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ সায়েদিস সাকলায়েন।
স্যাংওয়ান বলেন, ‘স্যামসাং-এর গ্রাহকদের জন্য সবসময়ই সর্বোচ্চ সেবা প্রদানের চেষ্টা করে থাকে। এখন থেকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নগরী চট্টগ্রামে স্যামসাং-এর গ্রাহকরা মোবাইল ডিভাইস, কনজিউমার ইলেকট্রনিক্স এবং আইটি পণ্যের সেবা পাবেন।’
চট্টগ্রামের লালখান বাজারের ইয়াহইয়া টাওয়ার দ্বিতীয় তলায় নতুন এ সার্ভিস সেন্টারটি অবস্থিত। গ্রাহকরা এ সার্ভিস সেন্টার থেকে মোবাইল ডিভাইস, ইলেকট্রনিক্স পণ্য এবং আইটি পণ্যের সেবা নিতে পারবেন। ২০০০ স্কয়ার ফুটের এ সার্ভিস সেন্টারটি স্যামসাং-এর আন্তর্জাতিক মান অনুসারে সাজানো হয়েছে।
এসকেডি/এমএস