গ্রামীণফোনের সঙ্গে এসসিবির চুক্তি সই


প্রকাশিত: ১১:৫৬ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

অত্যাধুনিক টেলিযোগাযোগ সুবিধা ব্যবহারের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি) গ্রামীণফোনের সঙ্গে বিজনেস সলিউশনস চুক্তি স্বাক্ষর করেছে। মঙ্গলবার জিপি হাউজে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এর হেড অফ রিটেইল আদিত্য মান্ডলয় এবং গ্রামীণফোনের হেড অফ ডিরেক্ট সেলস সাজ্জাদ আলম স্বাক্ষর করেন।

এছাড়াও গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ইয়াসির আজমান, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মোহাম্মদ শরিফুল ইসলাম, ডিরেক্টর শেয়ারড সার্ভিস এস এম রায়হান রশিদ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এর হেড অফ কর্পোরেট নাসের এজাজ বিজয়, হেড অফ রিটেইল আইটি এএনএম কামরুল, হেড অফ এমপ্লয়ি ব্যাংকিং সাব্বির আহমেদ এবং হেড অফ ক্লায়েন্ট অ্যাকুইজেসন এএনএম মাহফুজ এসময় উপস্থিত ছিলেন।

আরএম/এসকেডি/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।