লাদেনের দেহরক্ষী এখন আল-কায়েদার মুখপাত্র!


প্রকাশিত: ০৬:৩৯ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের সাবেক এক দেহরক্ষীকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ১০ বছরের বেশি সময় ধরে গুয়ানতানামো বে কারাগারে বন্দী থাকার পর ২০১২ সালে মুক্তি পান তিনি। এরপর থেকে আল-কায়েদায় যোগ দেয়ার আহ্বান জানিয়ে প্রচার করা বিভিন্ন ভিডিওতে তাকে দেখা গেছে মুখপাত্র হিসেবে।

৬ ফেব্রুয়ারি আল কায়েদার প্রচারিত এক ভিডিওতে দেখা যায়, ইব্রাহিম আল কাজি নামের লাদেনের এই সাবেক দেহরক্ষী সৌদি রাজতন্ত্রের নিন্দা ও আরব উপদ্বীপের আল কায়েদা শাখায় যোগদানের জন্য তরুণ জিহাদীদেরকে ইয়েমেন সফরের আহ্বান জানান।

৫৫ বছর বয়সী তালেবানের সাবেক এই জঙ্গিকে ২০০১ সালে আফগানিস্তানে গ্রেফতার করা হয়। এরপর যুক্তরাষ্ট্রের কুখ্যাত গুয়ানতানামো বে কারাগারে তাকে বন্দী রাখা হয়। ২০১২ সালে কারাগার থেকে মুক্তির পর আল-কায়েদার এই জিহাদিকে আফ্রিকার দেশ সুদানে পাঠানো হয়। পরে সেখানে তিনি ট্যাক্সি চালকের কাজ নেন। কিন্তু গত বছর আল-কায়েদার প্রচারণামূলক ভিডিওতে কাজির মুখ দেখা যায়।

সর্বশেষ প্রচারিত সহ চারটি প্রচারণামূলক ভিডিওতে আল-কায়েদার এই জঙ্গিকে দেখা গেছে। এর একটি ভিডিওতে তিনি সৌদি আরবে সম্প্রতি ৪৭ নাগরিকের শিরচ্ছেদের ঘটনার নিন্দা জানান। সৌদি আরবে ভয়াবহ হামলা চালানোরও হুমকি দেন ইব্রাহিম আল কাজি।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।