দেশের জঞ্জাল পরিষ্কারে প্রয়োজন জাতীয় ঐক্য : ইনু


প্রকাশিত: ০৭:৪৪ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশের গণতন্ত্রকে নিরাপদ করতে এবং জঞ্জাল পরিষ্কারের ক্ষেত্রে প্রয়োজন জাতীয় ঐক্য। বৃহস্পতিবার সকাল ১০ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত ‘শহীদ ড. শামসুজ্জোহা স্মারক বক্তৃতা’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাংলাদেশের গণতন্ত্রকে জঞ্জালমুক্ত করতে হবে’ শীর্ষক প্রবন্ধে মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর পরাজয় ও অধিকৃত বাংলাদেশ মুক্ত হবার এক বছরের মধ্যে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের জনগণ পেয়েছিল পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ গণতান্ত্রিক সংবিধান। কিন্তু সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা করার জন্য যে রাজনৈতিক রাষ্ট্রীয় ব্যবস্থার প্রয়োজন ছিল তা দুর্ভাগ্যক্রমে হয়নি। এটা না হওয়ার কারণে ইতিহাস জঞ্জাল আর ঐতিহাসিক কিছু দুর্বলতা-প্রতিবন্ধকতাকে বুকের উপর নিয়েই স্বাধীন বাংলাদেশ যাত্রা শুরু করে।

তিনি আরও বলেন, বাংলাদেশে ‘গণতন্ত্র’ বিষয়ে সকল পর্যায়ে প্রায় প্রতি মুহূর্তেই আলোচনা, তর্ক, গবেষণা, বিচার-বিশ্লেষণ হচ্ছে। কারণ বাঙালির ভাষার সংগ্রাম, স্বাধীকারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম মূলত গণতান্ত্রিক সংগ্রাম। স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠাও গণতন্ত্রের জন্য সংগ্রামেরই পরিণতি। স্বাধীন বাংলাদেশেও নির্বাচিত সরকারের স্বৈরাচারী প্রবণতা কিংবা সামরিক স্বৈরতন্ত্রের বিরুদ্ধেও গণতন্ত্রের জন্য জাতি বার বার সংগ্রাম করেছে।

RU
বাংলাদেশকে তাই আরেক ধাপে উঠতে হলে জঙ্গী দমনের যুদ্ধ, নিজের শক্তি উন্নয়নের যুদ্ধ এবং বৈষম্য অবসান, সুশাসনের যুদ্ধ চালাতে হবে, বিজয়ী হতে হবে। আর সে বিজয়ের প্রধান রাজনৈতিক সিদ্ধান্ত হচ্ছে ‘গণতন্ত্রে জঞ্জাল থাকবে না’। জঞ্জাল বাদ দিতেই হবে। তবেই কেবল বাংলাদেশ শান্তির মুখ দেখবে সমৃদ্ধির স্বাদ গ্রহণ করবে।

রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। সেখানে আরও বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান ও কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে শহীদ ড. জোহার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন ও তার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। রসায়ন বিভাগের শিক্ষক ড. বিলকিস জাহান লুম্বিনীর উপস্থাপনায় অনুষ্ঠানে শহীদ ড. জোহার জীবনালেখ্যও পাঠ করা হয়।

এর আগে শিক্ষক দিবসের অন্যান্য কর্মসূচির অংশ হিসেবে সকাল ৬.৪৫ টায় উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ শহীদ ড. জোহার সমাধি ও জোহা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করেন। এরপর রসায়ন বিভাগ ও শহীদ শামসুজ্জোহা হলসহ অন্যান্য আবাসিক হল, বিভিন্ন বিভাগ, পেশাজীবী সমিতি ও ইউনিয়ন, এ্যালামনাই এসোসিয়েশন ইত্যাদি প্রভাত ফেরীসহ শহীদ জোহার সমাধি ও স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন। দিবসের কর্মসূচিতে আজ ভোরে প্রশাসন ভবনসহ অন্যান্য ভবনে কালো পতাকা উত্তোলন করা হয়।

রাশেদ রিন্টু/এফএ/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।