২৫১ টাকায় স্মার্টফোন কিনতে সেকেন্ডে ৬ লাখ আবেদন
মাত্র ২৫১ টাকার স্মার্টফোন কিনতে ব্যাপক সাড়া মিলেছে। বিশ্বের সবচেয়ে কমদামী এই স্মার্টফোন কিনতে প্রতি সেকেন্ডে ছয় লাখ ক্রেতা আবেদন করছেন বলে জানিয়েছে ভারতের ফোন নির্মাতা প্রতিষ্ঠান রিংগিং বেলস প্রাইভেট লিমিটেড।
ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাজারে আসার ২৪ ঘণ্টা পার না হলেও ক্রেতারা এই স্মার্টফোন কিনতে এক রকম হুমড়ি খেয়ে পড়েছেন। রিংগিং বেলসের ওয়েবসাইটে প্রতি সেকেন্ডে ছয় লাখ আবেদন জমা পড়ছে। সার্ভার ওভার লোডেড হওয়ার কারণে আপাতত নিবন্ধন বন্ধ রাখা হয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ক্রেতারা সাইটে ঢুকে ফের নিবন্ধন করতে পারবেন বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।
ভারতীয় কোম্পানির তৈরি স্মার্টফোনটির নাম দেয়া হয়েছে ‘ফ্রিডম ২৫১’। বলা হচ্ছে, পৃথিবীর সবচেয়ে কমদামী ফোন এটি।
রিংগিং কর্তৃপক্ষ জানিয়েছে, ২৫১ টাকার এ ফোনটিতে আছে ৪ ইঞ্চি ডিসপ্লে, ১ দশমিক ৩ গিগা হার্টজ কোয়াড কোর প্রসেসর, ১ জিবি র্যাম, ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৩ দশমিক ২ রেয়ার ক্যামেরা, ০ দশমিক ৩ ফ্রন্ট ক্যামেরা এবং ১৪৫০ এমএএইচ ব্যাটারি।
এসআইএস/পিআর