সভাপতির উপর হয়রানিমূলক নোটিশ প্রত্যাহারের আহ্বান


প্রকাশিত: ০৫:২৮ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথের উপর জারি করা হয়রানিমূলক নোটিশ প্রত্যাহারের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ৫৫টি ভূমিহীন হিন্দু (ক্ষত্রিয়) পরিবারের ভোগ দখলীয় জমি দখলের অপচেষ্টা ও হামলার বিষয়ে ভুক্তভোগী ও স্থানীয় জনগণের অভিযোগ তুলে ধরে কাজল দেবনাথ তার দায়িত্ব পালন করেছেন মাত্র। এজন্য তাকে অহেতুক হয়রানি এদেশের অসহায় সংখ্যালঘু জনগণ কোনোভাবেই মেনে নেবেন না।

জয়ন্ত সেন দীপুর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন ড.নিম চন্দ্র ভৌমিক, বাসুদেব ধর, মিলন কান্তি দত্ত, দ্বীপেন চ্যাটার্জী, মুনিদ্র কুমার নাথ প্রমুখ।

এএস/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।